উখিয়ায় কথিত বন্দুকযুদ্ধে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক অভিযুক্ত রোহিঙ্গা ডাকাতের নিহত হবার ঘটনা ঘটেছে।
ক্যাম্পের কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান করিম ডাকাত ওরফে কলিমুল্লাহ (৩২) বন্দুকযুদ্ধে নিহত হয় বলে জানিয়েছে র্যাব। এসময় ঘটনাস্থল থেকে দু’টি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
আরও পড়ুনঃ কক্সবাজারে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
সোমবার ভোররাতে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাত কলিমুল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের মীর আহমেদের ছেলে।
আরও পড়ুনঃ উখিয়া ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২: অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে র্যাব ঘটনাস্থালে অবস্থান নেয়। র্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলি চালালে, আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়। পরে তল্লাশি করে দু’টি বন্দুক, চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর লাশ উদ্ধার করে র্যাব।